লকডাউন জিনিয়াস
ঘরে বসে লড়ো, হয়ে উঠো বড়
শুধুমাত্র এস এস সি ফলাফল প্রত্যাশীদের জন্য
রেজিস্ট্রেশনের তারিখঃ ২৪ মে থেকে ২৪ জুন ২০২০ পর্যন্ত
পুরস্কারঃ নগদ অর্থ এবং সনদপত্র
স্বাগতম
লকডাউন জিনিয়াস
বিশ্বজুড়ে কভিড-১৯ মহামারী আকার ধারণ করায় গত ১৮ মার্চ, ২০২০ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। এই প্রতিষ্ঠানসমূহ কতদিন বন্ধ থাকবে তা বলা কঠিন। এখন প্রাসঙ্গিক প্রশ্ন হলো, আমাদের শিক্ষার্থীরা কোন অবস্থায় অবস্থান করছে? বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের সামনে নেই কোন পাঠ্যবই, নেই কোন সিলেবাস। ফলাফলের আশায় উদ্বিগ্ন এই সকল শিক্ষার্থীরা ঘরে বসে অলস সময় পার করছে। লকডাউন, কোয়ারেন্টাইন সর্বোপরি কভিড-১৯ এর ট্রমা থেকে তাদের বের করে, মানসিক ও শারীরিকভাবে উজ্জীবিত রাখতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ এবার শিক্ষার্থীদের ‘ঘরে বসে লড়ো, হয়ে ওঠো বড়’ এই শ্লোগানকে সামনে রেখে নিয়ে যাবে ‘লকডাউন জিনিয়াস’ প্লাটফর্মে। বিপর্যস্ত চলমান জীবনে শিক্ষার্থীদের অবস্থান সুদৃঢ় করতে এই আয়োজনের বিকল্প নেই।
একাডেমিক শিক্ষা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের মানসিকভাবে করোনাকে প্রতিহত করে আগামী বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তাদের মধ্যে রয়েছে উদ্ভাবনী শক্তি, রয়েছে সৃজনশীলতা আর তাই জাতির ভবিষ্যৎ কর্ণধার এই মানব সম্পদকে যথাযথভাবে মূল্যায়ন করে তাদের সৎ ও যোগ্য যোদ্ধা হিসেবে গড়ে তুলতে ‘লকডাউন জিনিয়াস’ একটি প্রয়াসমাত্র। ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্যে রেখে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই যার মূল উদ্দেশ্য।
কবি লিখেছেন-
এমন মানব-জমিন রইল পতিত,
আবাদ করলে ফলতো সোনা।
জীবন অর্থহীন অপচয়ের জন্য নয়- এই বোধের উন্মেষ ঘটাতে, কবির ভাষায় সোনা ফলাতে প্রস্তুত ‘লকডাউন জিনিয়াস’ মঞ্চ। যথাযথ সুযোগের অভাবে অনেক প্রতিভা নীরবে-নিভৃতে ঝরে যায়। অধরা, ঝরেপড়া সেই প্রতিভার মূল্যায়ন করা এখন সময়ের দাবি-যা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ কতৃপক্ষ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নিয়ে এসেছে এমন একটি বিশেষ প্লাটফর্ম। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের এই মঞ্চে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে সময়ের যথাযথ মূল্য দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।
সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণি
তারিখ ও সময় পরবর্তিতে জানানো হবে।
অতিথি
–
প্রধান অতিথি
আনিসুল হক
বিশিষ্ট লেখক – সাংবাদিক
বিশেষ অতিথি
মোহাম্মদ নূরুজ্জামান
CEO, Daffodil Family
বিশেষ অতিথি
লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অবঃ)
অধ্যক্ষ – ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ
মডারেটর
মোঃ শফিকুল ইসলাম
সিনিয়র প্রভাষক – ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ